বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০১:২৩

ঢাকার ডেমরায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার তলা ভবনের তৃতীয় তলার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ১২টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে বাকি চার ইউনিট পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

ইত্তেফাক/এনএন