শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চেন্নাইয়ের বড় জয়

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০০:২১

চেন্নাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচেই ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও তাকে ঘিরে বাড়ছিল প্রত্যাশার চাপ। অবশ্য গুজরাটের বিপক্ষে শুরুর দিকে বেশ খরুচে হলেও শেষ দিকে ঠিকই জ্বলে উঠলেন। ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুই উইকেট। শিবাম দুবের ঝোড়ো ফিফটিতে দুইশো ছাড়ানো সংগ্রহের পর মুস্তাফিজ-দীপক চাহারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গেল আসরের রানার্সআপ গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬৩ রানের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে চেন্নাই। দলের সর্বোচ্চ ৫১ রান করেছেন শিবম দুবে। এ ছাড়া ২০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রাচিন রবীন্দ্র। 

জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাই সুদর্শন। এ ছাড়া কেউই ইনিংস বড় করতে পারেননি। যার খেসারত দিয়েছে দল। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন, দীপক চাহার, মুস্তাফিজ এবং তুষার দেশপান্ডে।

ইত্তেফাক/এসটিএম