শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ওয়ানডেতে ব্যর্থ হয়েও টি-টোয়েন্টি নিয়ে আশাবাদী টাইগ্রেসরা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:২৬

ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরকারীদের সামনে কোনো রকম লড়াইও করতে পারেনি জ্যোতি বাহিনী। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব ডিপার্টমেন্টেই ধুঁকেছেন। সব ম্যাচ হেরে হয়েছে ধবলধোলাইও। তবে সেসব ভুলে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বেশ মনোযোগী স্বাগতিকরা। এই ফরম্যাটে তারা বেশ আশাবাদীয়ও। গতকাল অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন টাইগ্রেস অলরাউন্ডার রিতু মনি।

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে বাংলাদেশ। এ নিয়ে রিতু বলেন, 'অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই সিরিজটা। আর এটাকে লক্ষ করে আমাদের অনুশীলন করানো হয়েছে আশা করি এই সিরিজটা আমাদের ভালো যাবে।' 

সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়ার পরও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। এ নিয়ে টাইগ্রেস এই অলরাউন্ডার বলেন, 'আসলে গত কয়েক মাস ধরে আমাদের টি-টোয়েন্টির অনুশীলনটা বেশি করা হচ্ছে। ওডিআইটাও করা হয়েছে, তবে আমি মনে করি যে ওডিআইয়ের থেকে আমাদের টি-টোয়েন্টিটা ভালো যাবে কারণ বিগত যেই অনুশীলনগুলো করে আসছি ভালো করে আসছি।'

এর আগে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই দেখা গিয়েছিল স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতা। কোনো ম্যাচেই দলীয় রান তিন অঙ্কের ঘর ছুঁতে পারেনি। টপ অর্ডারের ব্যাটাররা নিয়মিতই ছিলেন হতাশ। নিচের দিকের ব্যাটাররাও তাদের থেকে বেশি রান পেত। আর এমন পারফরম্যান্সে বেশ সমালোচনাও হয়েছে দলটিকে নিয়ে যা এখনো চলমান রয়েছে। 

তবে সেসবকে পেছনে ফেলে এবার ব্যাটাররা ঘুরে দাঁড়াবে বলে মনে করেন রিতু। বলেন, 'কিছু কিছু সিচুয়েশনের আমরা মুখোমুখি হয়েছিলাম (ওয়ানডেতে), আসলে সেগুলো থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বিশেষ করে ব্যাটিংয়ে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা যেমনটা খেলি তেমনটা খেলতে পারিনি, হয়তো-বা মানসিক দিক থেকে। তবে বলব মানসিক দিক থেকেই আমরা পারেনি কারণ দেখা গিয়েছে আমাদের দুই-তিনটা উইকেট আগেই পড়ে গিয়েছে আমাদের বাকি ব্যাটাররা শেষের দিকে আর কিছুই করতে পারে না। এখন টি- টোয়েন্টি ফরম্যাটে সবার মানসিকতাটাই আলাদা থাকে। তাই আমি আশাবাদী যে, এটা ওয়ানডে থেকে ভালো ফলাফল দেবে।'

ইত্তেফাক/জেডএইচ