বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ডিবি হারুনের বাসায় গেছেন শাকিব খান

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৩:৫৭

ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপার স্টার শাকিব খানের প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে শাকিব খান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

শনিবার (৩০ মার্চ) বিকেলে হারুন অর রশীদের বাসায় যান শাকিব খান। সেখানে তারা একসঙ্গে ইফতার করেন। এ সময় শাকিব খানের সঙ্গে প্রযোজক আরশাদ আদনান খানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এ সময় বাংলা সিনেমা প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন।

শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ নির্মাণ করেছেন পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমার প্রথম গান। বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতোমধ্যেই মন জয় করেছে দর্শকদের।

ইত্তেফাক/পিএস