বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

নিজের শরীরে ছেলের নাম খোদাই করলেন বিক্রান্ত

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৮:০১

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বলিউডের সুপার হিট সিনেমা ‘টুয়েলফথ ফেল’-এর নায়ক বিক্রান্ত মাসে ও তার স্ত্রী শীতলেরকোল জুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। বিক্রান্ত তার ছেলের নাম রেখেছেন বরদান। এ খবর আগেই জানিয়েছিলেন অভিনেতা। এবার ছেলের নাম চিরস্থায়ী করে নিজের শরীরে খোদাই করে নিলেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিজের বাহুতে 'বরদান' নামটি আর ছেলের জন্মতারিখ খোদাই করেছেন বিক্রান্ত মাসে। আর সেই ছবি নিজের ইনস্টা স্টোরির মাধ্যমে সবার সঙ্গে ভাগও করে নিয়েছেন অভিনেতা।

দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয়েছিল তাদের সামাজিক বিয়ে। 

ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই আলাপ। ২০১৯ সালে হয়ে গিয়েছিল বাগদান। তবে করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায় অনেকখানি।

খুব শীঘ্রই 'সবরমতি এক্সপ্রেস' ছবিতে দেখা যাবে বিক্রান্তকে। 

ইত্তেফাক/পিএস