বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ট্রেনের টিকিট কোথায়?

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৫

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে ঈদ। ঈদের আনন্দকে ভাগ করে নিতে শহরের মানুষ ছোটে গ্রাম তাদের আপন ঠিকানায়। আর এই যাত্রার মাধ্যম হিসাবে সকলের প্রথম পছন্দ ট্রেন। কিন্তু এখানে বিপত্তির শেষ নেই। ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, যা সংগ্রহ করা দুষ্কর। এর জন্য দায়ী টিকিট কালোবাজারি।

একটি বিশেষ চক্র এই কালোবাজারির সঙ্গে জড়িত। কর্তৃপক্ষ ঈদ উপলক্ষ্যে ১০ দিন আগে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা করলেও ওয়েবসাইটে টিকিট দেওয়ার ১০ সেকেন্ডের মধ্যে তা উধাও হয়ে যায়। একটি বিশেষ চক্র বিশেষ উপায়ে এই টিকিট সংগ্রহ করছে বলে অনেকেই মনে করে।

চক্রটি এইসব টিকিট পরবর্তী সময়ে কয়েকগুণ বেশি মূল্যে বিক্রি করে, যা ক্রয় করার সামর্থ্য বিত্তবানদের থাকলেও সাধারণ মানুষের থাকে না। ফলে ঈদযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। এমন অবস্থায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বর্তমান সময়ের দবি। ট্রেন সর্বসাধারণের। যারা সাধারণ মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করছে তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

 

শিক্ষার্থী, ঢাকা কলেজ

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন