বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ঈদযাত্রা

ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে চাপ বাড়ে‌নি প‌রিবহনের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৭:৩০

ঈদের ছু‌টি শুরু হ‌লেও টাঙ্গাইলে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বা‌ড়ে‌নি। স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে উত্তরব‌ঙ্গের প‌রিবহনগু‌লো। তবে মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লি‌শ সদস‌্যরা জা‌নি‌য়ে‌ছে, বি‌কালের পর থে‌কে প‌রিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি পা‌বে মহাসড়‌কে। এতে প্রশাস‌নের পক্ষ থে‌কে সকল প্রস্তু‌তি র‌য়ে‌ছে। 

রোববার (৭ এপ্রিল) সকা‌ল থে‌কে মহাসড়‌কে অন্য দি‌নের মতো স্বাভা‌বিক গ‌তি‌তেই উত্তরব‌ঙ্গের প‌রিবহনগু‌লো চলাচল কর‌ছে। এ ছাড়া সড়‌কে তেমন প‌রিবহন দেখা যায়‌নি। 

ঈদে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক কর‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কের কিছু অংশ আলাদা ক‌রে লেন করা হয়েছে। এতে মহাসড়কের এলেঙ্গা হতে চরভাবলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর হতে জোকারচর ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার মহাসড়কে আলাদা লেন চালু করা হ‌য়ে‌ছে। এ ছাড়াও মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে গে‌লে বিকল্প হি‌সে‌বে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো সেতুপূর্ব গোলচত্ত্বর হতে বঙ্গবন্ধু সেতু-ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে এলেঙ্গায় মহাসড়কে প্রবেশ করে ঢাকার দিকে চলাচল করার উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। য‌দিও এই পদ্ধ‌তি বিগত ক‌য়েক বছর ধ‌রে চ‌লে আস‌ছে। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, গে‌ল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে ২৫ হাজার ৮৪‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে বা‌সের সংখ‌্যা ৬ হাজার ৬৭‌টি, ট্রাক ৮ হাজার ৫৮১, ছোট বড় মি‌লি‌য়ে ৮ হাজার ৪২২‌টি এবং মোটরসাইকেল ২ হাজার ১৪‌টি। প‌রিবহ‌নের বিপরী‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ও‌সি আলমগীর আশরাফ ব‌লেন, সকাল থে‌কেই মহাসড়‌কে স্বাভা‌বিক গ‌তি‌তে পরিবহ‌ন চলাচল কর‌ছে। ত‌বে সন্ধ‌্যার পর থে‌কে প‌রিবহ‌নের চাপ মহাসড়‌কে বাড়‌তে পারে।

ইত্তেফাক/পিও