বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ফরিদগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলছিল ২ শিশুকন্যা ও মায়ের মরদেহ 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২১:১১

চাঁদপুরের ফরিদগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃত ওই নারীর স্বামী আরিফ হোসেনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের পূর্ব লাড়ুয়া রাঢ়ি বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মৃতরা হলেন–মা ফাতেমা আক্তার সীমা (২৬), মেয়ে আরিফা (৬) ও আরিয়া (৩)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। 

গৃহবধূর স্বামী আরিফ হোসেন বলেন, ‘মঙ্গলবার সকালে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছি আমার স্ত্রী বাচ্চাদের খাওয়াচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর বাজার থেকে চালের বস্তা নিয়ে বাড়ি ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের পেছন দিকের জানালা দিয়ে স্ত্রী এবং বাচ্চাদের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তারপর ঘরের দরজা ভেঙ্গে রশি কেটে তাদের লাশ নিচে নামাই। এসময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে।’

ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর পরকীয়া সন্দেহ করতেন স্ত্রী ফাতেমা আক্তার। সেখান থেকে অভিমানে দুই শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করতে পারেন। পুলিশ ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এ ঘটনায় আরিফ হোসেনকে আটক করা হয়েছে।  

ইত্তেফাক/ডিডি