বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

সারা দিন আজ আবহাওয়া যেমন থাকবে

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৩:৪৭

মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের অন্তত ছয় জেলায়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) তাপপ্রবাহ কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে গরমের মাত্রা অসহনীয় হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আজ দুই বিভাগের কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঈদের দিনে পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকার তাপ আজ কমে যেতে পারে। আজ সারা দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ গণমাধ্যমকে বলেন, 'আজ দিনের তাপমাত্রা তেমন বাড়বে না। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা আছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দেশের অন্যত্রও বৃষ্টির সম্ভাবনা কম।'

ইত্তেফাক/জেডএইচ