চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ব্রাজিলিয়ান রাফিনহার জোড়া গোলে পিএসজিকে তাদের ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। অ্যাওয়ে ম্যাচে এমন জয়ে বেশ উচ্ছ্বসিত বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় জাভি বলেন, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে এটি সেরা এক জয়। তাদের সামলানো কঠিন কারণ যেভাবে তারা চাপ প্রয়োগ করে। কিন্তু আমরা সেটা পেরেছি।'
প্রথম লেগে জয় পেলেও কাজ এখনো বাকী। আগামী ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে মাঠে নামবে এই দু'দল। বেশ কঠিন লড়াই হবে জানিয়ে বার্সা কোচ আরও বলেন, 'আমাদের অর্ধেক কাজ হলো। বার্সেলোনার মাঠে খুব কঠিন হবে।'