আজ ঈদের দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ত টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তবে এক ফাঁকে সময় করে নিজের পরিকল্পনা জানাতে ভুললেন না।
আনন্দবাজার অনলাইনকে দেয়া এ সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন কীভাবে দিনটা কাটাচ্ছেন?
এসময় নুসরাত বললেন, ‘পরিবারের সঙ্গেই দিনটা কাটানোর ইচ্ছে রয়েছে। তার সঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থাও করছি।’
যশ ও ছেলের জন্য একাধিক পদ রান্না করেছেন তিনি। এসম্পর্কে নুসরত বলেন, ‘বিরিয়ানি, সেমাই ফিরনি আর কবাব বানিয়েছি। আশা করি খাবারগুলো ওদের পছন্দ হবে।’
তবে ঈদের দিনে যেন একটু হলেও মনখারাপ অভিনেত্রীর। কারণ উৎসবের দিনে তার বাবা-মা অনেক দূরে রয়েছেন। নুসরাত বললেন, ‘মা-বাবাকে আজ খুব মিস করছি। তারা মক্কায় গিয়েছেন। তবে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি।’
নুসরাতকে সর্বশেষ ‘সেন্টিমেন্টাল’ সিনেমাতে দেখা গেছে। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিনা-সেই বিষয়ে কোনো কিছু বলেননি তিনি।