শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০০:১০

কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের রেখে যাওয়া ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (১২ এপ্রিল) ২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়, মায়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের মধ্যেও সীমান্তে চোরাকারবারিরা সক্রিয়। এমনই কোনো এক চক্র ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ফেলে রেখে গেছে। তবে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জিম্বংখালী বিওপি’র ১০০ গজ দক্ষিণে ইসহাকের ঘের নামক এলাকায় বেড়িবাঁধে অবস্থান নিয়েছিল বিজিবি সদস্যরা। একপর্যায়ে দুই ব্যক্তিকে দুটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানার ভেতরে আসতে দেখা যায়। টহল দলের উপস্থিতি টের পাওয়ার পর তারা হাতের ব্যাগ ফেলে পালায়।

এধরনের চোরাকারবারিদের আটক করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এসটিএম