সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

লাঙ্গলবন্দ স্নানউৎসবে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৫:৩৫

নারায়ণগঞ্জের বন্দরে ‘লাঙ্গলবন্দ মহাতীর্থ স্নাস উৎসব’-এ গান্দিঘাটে পানিতে ডুবে রাজদীপ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের ডুবরিদল শিশুটিকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিশু চট্টগ্রাম জেলার পটিয়ার বেলতলী এলাকার উজ্জল দাসের ছেলে। 

শিশুর দাদি সন্ধ্যা রানী জানান, সে তার নাতিকে নিয়ে গান্দিঘাটে স্নান করতে নামেন। স্নান করার সময় তার নাতি পানিতে তলিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে ফায়ার সার্ভিসের ডুবরিদল নদে তল্লাশি করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, শিশুটি তার পিতা-মাতা ও দাদির সঙ্গে স্নান উৎসবে এসেছিল। সুরতাহাল রিপোর্ট তৈরির জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন লাশটি চট্টগ্রাম পাঠানো ও সৎকারের ব্যবস্থা করবে।  

ইত্তেফাক/এসজেড