আগামী ২১ মে হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ। এ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা ও পুরুষ) পদপ্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র দিয়েছে জাতীয় পার্টি-জেপি।
বুধবার (১৭ এপ্রিল) স্থানীয় কার্যালয়ে জাতীয় পার্টি-জেপি’র দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক সিমা আক্তার ও ছাত্র সমাজের সভাপতি মো. শামীম হোসেন।
প্রার্থীদ্বয় জাতীয় পার্টি-জেপি’র সংরক্ষিত দলীয় প্রতীক ‘বাই-সাইকেল’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।