সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

শিল্পী সমিতির নির্বাচন 

ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন ডিপজল 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬:৫১

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার (১৯ এপ্রিল) এফডিসিতে গণমাধ্যমকর্মীদের কাছে টাকা দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। 

এর আগে গত বৃহস্পতিবার খল অভিনেতা ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন মাহমুদ কলি-নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। অভিযোগের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেনড্রাইভে এ সংক্রান্ত একটি ভিডিও সরবরাহ করা হয়। পরে ডিপজলকে নোটিশ দিয়ে ব্যাখা চান নির্বাচন কমিশন। 

এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ডিপজল বলেন, ‌‘টাকা আমরা দিছি না। বরং উনারা দিছে। এ ফুটেজও অনেকের কাছে আছে। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বানানো।’ 

এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তার প্যানেল বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হবে। 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল থেকে শুরু হয়ে এখনও চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। নির্বাচনে দুটি প্যানেল থেকে ২১টি পদে মোট ৪৮ জন প্রার্থী হয়েছেন। এবার ভোটার আছেন ৫৭০ জন। রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশের কথা রয়েছে।  

ইত্তেফাক/ডিডি

এ সম্পর্কিত আরও পড়ুন