বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৩৭

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হচ্ছেন উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ডালিম (৩৫)। 

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আগেরদিন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পারিবারিক কলহের কারণে ডালিমকে তার সৎ মা জুলেখা বেগম, সৎভাই নাইম ও সিয়াম মারধর করে। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘মারধরে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। এ ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।’ 

ইত্তেফাক/ডিডি