শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের ওয়ার্ড বয় গ্রেপ্তার

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৬:৫৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক নুরনবী হোসাইন রাব্বি (২১) এনায়েতপুর গ্রামের আমির হামজা বাবুর ছেলে। 

শনিবার (২০ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় তাকে আসামি করে মামলা করা হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী গত ২ এপ্রিল তার অসুস্থ চাচিকে নিয়ে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যান। তখন ওয়ার্ডবয় রাব্বির সঙ্গে যোগাযোগ ও মোবাইল নম্বর বিনিময় হয়। এরপর সে নাফিজাকে নানা প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। হঠাৎ গত ৭ এপ্রিল বেলা ১২টার দিকে রাব্বি নাফিজাকে কৌশলে ডেকে এনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইউরিন বুথের টয়লেটে নিয়ে যায়। তখন মুখ চেপে ধরে নাফিজাকে ধর্ষণ করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রাব্বি পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী মেয়েটির মামা শফিকুল ইসলাম বাদী হয়ে এনায়েতপুর থানায় রাব্বিকে আসামি করে মামলা করলে তাৎক্ষণাৎ তাকে আটক করা হয়। 

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পাওয়া মাত্রই আমরা দায়ী ধর্ষককে গ্রেপ্তার করি। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/পিও