রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

খেলার মাঝে অধিনায়কের কাছে গোসলের আবদার সাইফুদ্দিনের 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৯

সারাদেশে চলছে তাপদাহ। প্রচণ্ড গরমে নাকাল জনজীবন। এরই মাঝে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের খেলা। তপ্ত রোদের মাঝে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। প্রচণ্ড গরমে খেলতে গিয়ে অধিনায়কের কাছে অদ্ভুত এক অবদার করে বসেছেন আবাহনীর ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন।

চলমান ডিপিএলে আবাহনীর হয়ে খেলছেন সাইফুদ্দিন। আর আবাহনীকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। খেলার মাঝে শান্তর কাছে গোসল করার আবদার করেছেন সাইফুদ্দিন! তবে সেই আবদারে সাড়া দেননি অধিনায়ক শান্ত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) মাঠে গরমে নাকাল এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সাইফুদ্দিন। সেখানে তিনি দুটি ইমোজি দিয়ে লেখেন, 'অধিনায়ক শান্তকে বললাম দোস্ত একটা গোসল দিয়ে আসি। শান্ত বলল না আরেকটা ওভার করে যা।'

ইত্তেফাক/জেডএইচ