বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

রাবিতে বিশ্ব বই দিবসে বইপাঠ কর্মসূচি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫:২৩

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক স্বীকৃত 'বিশ্ব বই দিবস' উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বইপাঠ কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই বই পাঠ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিল্প-সাহিত্যের সংগঠন 'জ্ঞানচক্র'। এসময় 'জ্ঞানের আলো জালাই কূপমন্ডুকতা তাড়াই' স্লোগানকে ধারণ করে র‍্যালি করে সংগঠনটি।  

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এবং বইপাঠ কর্মসূচি পালন করেন। কাঁচা মুদ্রার পুঁজিবাদী বিশ্বে বইপাঠের মতো একটি সৃজনশীল কার্যক্রমকে এগিয়ে নিতেই উক্ত আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

বইপাঠে অংশ নিয়ে আরবি বিভাগের শিক্ষার্থী মাহির ইসলাম বলেন, 'জ্ঞানচক্র' ক্যাম্পাসভিত্তিক শিল্প সাহিত্য জ্ঞান বিষয়ক সংগঠন। আমরা সাপ্তাহিক একটা আড্ডা দেই সেখানে টপিক অনুযায়ী বিভিন্ন রকম বই পড়ে থাকি। বিশ্ব জ্ঞানকাণ্ডের মহৎ মনীষা এবং বিজ্ঞ পন্ডিতদের নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ বই দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বই পাঠ কর্মসূচি আয়োজন করেছি। 

শাহরিয়ার আলম নামের আরেক শিক্ষার্থী বলেন, বই পড়ার মাধ্যমে আমাদের কুসংস্কারগুলো দূর হয়ে যাবে। শরীর সুস্থ রাখার জন্য যেমন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, ঠিক তেমনিভাবেই ব্রেন তথা মস্তিষ্ককে সুস্থ, কার্যক্ষম ও সচল রাখার জন্য খাদ্য দেওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ের গবেষণা জানাচ্ছে, বই পড়ার অভ্যাসটিই হলো মস্তিষ্কের খাদ্য।

উল্লেখ্য, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ১৯৯৫ সালে প্রথমবার বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বই দিবস। এরপর থেকে সারা পৃথিবীতে দিবসটি পালিত হচ্ছে। 

ইত্তেফাক/এআই