বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

আমার রান্না করা হাঁসের মাংস খেতে পছন্দ করেন শাকিব: বুবলী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৭:১৫

ঢালিউড সুপারস্টার শাকিব খান অনেক আগেই জানিয়েছেন অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন বুবলী। শাকিব খান তার হাতে কী খেতে ভালোবাসেন, সেটাই জানিয়েছেন অভিনেত্রী।

বুবলী বলেন, ‘আমার রান্না করা হাঁসের মাংস খেতে শাকিব পছন্দ করেন। এছাড়া একটা ছোট চিংড়ির ফ্রাই করি, ওটাও খুব পছন্দ করেন। তিনি যখন খান, প্রচুর খেতে পছন্দ করেন।’ 

ক্যামেরার সামনে ফিট দেখাতে কিংবা ওজন কমাতে শাকিব কী করেন, এমন প্রশ্নে বুবলীর উত্তর, ‘যখন ওজন কমাতে হয়, তখন ডায়েট করেন। 

একদমই ক্র্যাশ ডায়েটে চলে যান। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারছেন।’

 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন