বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৬

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শেরে বাংলার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতারা এবং পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সেখানে তারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম আমিনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

ইত্তেফাক/এসকে