রোববার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী হকার নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মেঘনা (২০) নামের এক নারী হকার নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত মেঘনা যাত্রীবাহী বাসে ঘুরে ঘুরে চকলেট বিক্রি করতেন। তার স্বামীর নাম নাঈম। 

নিহতের স্বামী নাঈম বলেন, ‌‘বিকালে আমরা প্রেস ক্লাব এলাকায় রাস্তা পার হওয়ার সময় সদরঘাট থেকে আসা একটি বাস আমার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

ইত্তেফাক/ডিডি