শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:১১

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। খবর ইয়াহু নিউজ।

শহরের জেনার ইস্ট ফেরিতে তারা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। নিহত আবু সালেহ মো. ইউসুফ সিলেটের মেজরটিলার বাসিন্দা। আর বাবুলের বাড়ি কুমিল্লায় । দুজনই তাদের নিজেদের বাসার  নির্মাণকাজ কাজ দেখতে যাওয়ার পর ভেতর থেকে গুলি করে হত্যা করা হয়। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। 

প্রশাসনের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

গত কয়েকমাস যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন । কেউ পুলিশের হাতে, কেউবা দূর্বৃত্তদের হাতে।

ইত্তেফাক/এনএন