শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

১৪ মাস পর চোখ মেলছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১:৫০

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের অবস্থা কিছুটা উন্নতির দিকে। কানাডার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড় প্রায় ১৪ মাস পর চোখ মেলতে শুরু করেছেন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমার বিশ্বজিৎ।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। তাকে ভর্তি করা হয় সেখানকার সেন্ট মাইকেল হাসপাতালে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন। 

স্ত্রী নাঈমা সুলতানা ও সন্তান নিবিড়ের সাথে কুমার বিশ্বজিৎ | ছবি: সংগৃহীত

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। তবে হাসপাতাল থেকে তাকে রিহ্যাবে নেওয়ার প্রস্তুতি চলছে।

ছেলের মুখ থেকে বাবা-মা ডাক শোনার জন্য তার দিকে তাকিয়ে থাকেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা। কবে নিবিড়ের কণ্ঠ থেকে শব্দ বেরুবে, তা এখনই বলতে পারছেন না চিকিৎসকরা। তারা চিকিৎসাবিদ্যার সব ধরণের চেষ্টা চালাচ্ছেন। 

গত বছরের ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোয় সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে নিবিড় কুমার গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় প্রাণ হারান আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী।  

ইত্তেফাক/ডিডি