শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

প্রখর তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়লেন সোহম চক্রবর্তী

আপডেট : ০১ মে ২০২৪, ১৬:০৫

টালিউড অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী প্রখর তাপপ্রবাহের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মালদা-মুশির্দাবাদে লোকসভা ভোটে প্রচার করতে গিয়ে শনিবার তাপপ্রবাহের শিকার হন অভিনেতা সোহম চক্রবর্তী। এরপর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা যায়, এখন সোহমের শারীরিক অবস্থা স্থিতিশীল। এরইমধ্যে সোহমকে দেখতে হাসপাতালে গেছেন অভিনেতা দেব। লোকসভা নির্বাচনে প্রচারকের দায়িত্ব পালনে কোনো অবহেলা নেই সোহমের। 

এর আগে কৌশানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ভোটের প্রচার করেছেন তিনি। সে সময় এক নারী ভক্ত আচমকাই হরলিক্সের বয়াম উপহার দেন তাকে। 

সোহমকে আগামীতে দেখা যাবে নতুন সিনেমা ফেলুবক্সীতে। এখানে তার বিপরীতে রয়েছেন পরীমণি, মধুমিতা সরকার। 

 

ইত্তেফাক/পিএস