নিজেদের ঘরের মাঠ সিগনাল এদুনা পার্কে শুরু থেকে দুর্দান্ত ছিল বরুশিয়া ডর্টমুন্ড। শক্তিশালী পিএসজির বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের বাকী সময় তা ধরে রাখে ডর্টমুন্ড। এতেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ডর্টমুন্ড। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় পিএসজি। ম্যাচের ১৪ মিনিটেই গোলমুখে শট নেন মার্সেল সাবিৎজা। তবে তা আটকে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি ডোন্নারুম্মা।
এরপর ম্যাচের ৩৬ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। নিকোলাস ফুলক্রুগ গোল করে ডর্টমুন্ডকে লিড এনে দেন। তার করা গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে পিএসজি। তবে এদিন নিষ্প্রভ ছিলেন দলের সবচেয়েন বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৭২ ও ৮০ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ডেম্বেলে।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড। এই জয়ে এগিয়ে থাকলো জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার পিএসজির ঘরের মাঠে ফিরতি লেগে নামবে দুই দল।