জ্যৈষ্ঠ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এরপরই উঠতে শুরু করবে গ্রীষ্মকালীন সব ফল। দেশি জাতের লিচুতে এখনই রং চলে এসেছে। আর ৮-১০ দিনের মধ্যে বাজারে রসালো লিচু বিক্রি হবে। চলছে পুরোদমে লিচুর পরিচর্যা। লাগানো হয়েছে গাছের ওপর জাল। যেন পাখি বা বাদুর না খেতে পারে। তবে, কাঠবিড়ালির অত্যাচার অনেক বেশি। ছবিগুলো রাজশাহী শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন