যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ বসেছে মেট গালা ২০২৪-এর আসর। ফ্যাশনের সবচেয়ে বড় রাতের এই বছরের থিম ‘স্লিপিং বিউটিস: রিওয়াকেনিং ফ্যাশন’। এ অনুষ্ঠানে আইকনিক আউটফিটে লাল গালিচায় ধরা দিয়েছেন তারকারা। মঙ্গলবার (৭ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।