পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বলিউডের একাধিক সিনেমায় গান করেছেন। এবার দক্ষিণী সিনেমায় অভিষেক হতে চলেছে জনপ্রিয় এ গায়কের।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী সিনেমায় প্রথমবার গান গাইছেন আতিফ আসলাম। মালয়ালম সিনেমা ‘হাল’-এর জন্য একটি গান রেকর্ড করবেন তিনি। তবে গানটি সম্ভবত তিনি হিন্দিতেই গাইবেন।
প্রশান্ত বিজয়কুমারের পরিচালনায় তৈরি ‘হাল’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা শেন নিগমকে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নান্ধাগোপান ভি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশেও কনসার্ট করে গেছেন আতিফ। বলিউডের মতো বাংলাদেশেও আছে তার অগণিত ভক্ত-শ্রোতা।
‘ও লামহে ও বাতেঁ’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয় আতিফ আসলাম।
২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম।
মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। ২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন আতিফ।