কুমিল্লায় চুরির অপবাদে ইব্রাহিম খলিল সামির (১২) নামের এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৮ মে) দুপুরে লালমাই থানায় মামলার পর সন্ধ্যায় নির্যাতনকারী সামছুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
শিশু সামির লালমাই উপজেলার আমুয়া গ্রামের সৌদী প্রবাসী শাহীন কাদেরের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী শাহীন কাদেরের পরিবারের সঙ্গে জায়গা-জমি নিয়ে একই বাড়ির সামছুল হকের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই সামছুল হক ও তার ছেলে মো. শান্ত গত রোববার বিকালে কৌশলে শিশু সামিরকে ঘর থেকে ডেকে নিয়ে চুরির অভিযোগ এনে মারধর করে।
লালমাই থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, এ ঘটনায় অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।