পিরোজপুর অফিস জানায়, পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে এস এম বায়জীদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভিন শানু ও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম সুমন বিজয়ী হয়েছেন। ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে জিয়াউল হাসান গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা পারভীন ও ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুল হক দুলাল বিজয়ী হয়েছেন। নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে এস এম নূরেআলম সিদ্দিকী (শাহিন) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলো রানী সিকদার বিজয়ী হয়েছেন।
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি। ভাইস চেয়ারম্যান পদে জুয়েল আহমদ (জুয়েল রানা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম বিজয়ী হয়েছেন।
বান্দরবান প্রতিনিধি জানান, প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলায় জেলা বিএনপির বহিষ্কৃত নেতা আবদুল কুদ্দুছ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে আলীকদম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ৫৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে আলহাজ্ব মাকসুদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী হাফিজুর রহমান বেসরকারিভাবে পুন:নির্বাচিত হয়েছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেনুকা আক্তার রিতা জয়ী হয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।