সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৯ মে ২০২৪, ০২:৩০

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বুধবার গাজীপুরের ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

গাজীপুরের মঠবাড়ির কুচিলাবাড়িতে অবস্থিত ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। তিনি হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি দেখে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। আরও ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার, ডিভাইন মার্সি হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ, সদস্যসচিব পংকজ গিলবার্ট কস্তা প্রমুখ।

ইত্তেফাক/এমএএম