বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দেশজুড়ে কালবৈশাখীর আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

আপডেট : ০৯ মে ২০২৪, ১০:৩৬

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টির আভাস রয়েছে। কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে দেশের ৮ বিভাগের ওপর দিয়ে।

বুধবার (৮ মে) সন্ধ্যা থাকে আবহাওয়ার পূর্বাভাসের পৃথক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আরেক বিজ্ঞপ্তিতে কালবৈশাখী ঝড়ের সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সতর্কবার্তায় জানানো হয়েছে, গতকাল বুধবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

ইত্তেফাক/এসকে