মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ইসরায়েলি হামলায় একই পরিবারের ৮ জন নিহত  

আপডেট : ১০ মে ২০২৪, ১৬:০৬

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের আটজন নিহত হয়েছেন। 

খবরে বলা হয়েছে, খান ইউনিসের আবাসান আল-কাবিরাতে এক পরিবারের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। এতেই একই পরিবারের আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি উপেক্ষা করে রাফাতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি গাজার রাফাহ অঞ্চলে পরিপূর্ণ আকারে আক্রমণের নির্দেশ দেন, তাহলে অস্ত্রের চালান বন্ধ করে দেওয়া হবে- যুক্তরাষ্ট্র এই মর্মে সতর্ক করার পর বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েল একা লড়তে পারে।

তিনি বলেন, যদি প্রয়োজন হয়... আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি যে প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করবো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাফাহ আক্রমণ করা হলে তিনি আর্টিলারি শেলসহ কিছু অস্ত্র আটকে রাখবেন।

ইত্তেফাক/এসআর