পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ধুঁকছে সফরকারী দলের ব্যাটাররা।
১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই ব্রায়ান বেনেটের উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর তাদিওয়ানাশে মারুমানিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা।
২৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে ১০ বলে ১৭ রান করা রাজাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান।
দলীয় ৩২ রানে ১৩ বলে ১৪ রান করা মারুমানিকে সাজঘরে ফেরান সাকিব। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।