শরণখোলায় শনিবার সকালে বজ্রপাতে দুজন নিহত ও ছয় জন আহত হয়েছে। উপজেলার চালরায়েন্দা স্লুইসগেটে সকাল সাড়ে ৯,টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিলন শেখ (৩৫) ও মোস্তফা শেখ (৫০)। নিহতদের বাড়ি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামে।
আহতরা হলেন, খোকন কাজী, রাসেল ফরাজী, বাবুল, জলিল, সোহেল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা বলেন, শনিবার সকালে ঝড় বৃষ্টি হচ্ছিল এ সময় একটা ফাঁকা ঘরে বজ্রপাত হলে দুই জন নিহত ও ৬ আহত হয়। নিহতরা বালিপাড়া থেকে ট্রলারে করে ইট নিয়ে এসেছিলো।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস বলেন, আহতরা সবাই শঙ্কা মুক্ত তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।