সিলেটের জৈন্তাপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১১ মে) সকালে উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল।
এলাকাবাসী ও বাসযাত্রী সূত্রে জানা যায়, সকাল ৯টায় জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে পাখিটিকি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনার পর পর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে।
গুরুতর আহতরা হলেন—নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আলীর ছেলে আব্দুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমাদের টহল টিমের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’