শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দেশটা এখন কাঁটাতারে ঝুলছে: গয়েশ্বর চন্দ্র রায় 

আপডেট : ১১ মে ২০২৪, ১৮:১৮

‘দেশটা এখন কাঁটাতারে ঝুলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ফেলানি যেমন কাঁটাতারে ঝুলছিল, দেশটাও এখন কাঁটাতারে ঝুলছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। 

শনিবার (১১ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে যুবদলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, দেশ মুক্ত হলে দেশের ১৮ কোটি মানুষ মুক্তি পাবে। দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হবে। তাই অন্যায়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। 

বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায় | ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‌‌‘একটি নির্বাচন হলো। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? ভোটে কেউ আগ্রহ দেখাচ্ছে না। তারা জানে, ভোট দিলেও এতে তাদের মতামতের কোনো প্রতিফলন ঘটবে না।’   

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ইত্তেফাক/ডিডি