বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ঈদুল আযহায় যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি

আপডেট : ১২ মে ২০২৪, ১৩:১৬

আগামী ১৭ জুন (সোমবার) চলতি বছরের ঈদুল আযহা উদযাপিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে ছুটি শুরু হবে, যা শেষ হবে ১৮ জুন (মঙ্গলবার)।

ঈদের ছুটি শুরুর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে টানা পাঁচ দিনের ছুটি মিলছে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে এর সঙ্গে ঈদের ছুটি শেষে সপ্তাহের বাকি দুদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি নিতে পারলে তার সঙ্গে আরও দুদিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে সব মিলিয়ে ছুটি দাঁড়াবে ৯ দিন, অর্থাৎ ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী, ১৬ জুন দেশটিতে কুরবানির ঈদ উদযাপিত হতে পারে। সাধারণত সৌদি আরব, কাতার, ওমান ও আরব আমিরাতের ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ হয়। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে কুরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৭ জুন।

ইত্তেফাক/এএইচপি