বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনীর প্রধান

আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:৩০

অস্ট্রেলিয়া সফর শেষে রোববার দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শনিবার (১১ মে) দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল অস্ট্রেলিয়া বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রবার্ট চিফম্যানের আমন্ত্রণে ৬-৯ মে অস্ট্রেলিয়া সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২৪’ এ যোগদান করেন।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ উক্ত সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে গত ৫ মে ঢাকা ত্যাগ করেন।

ইত্তেফাক/এমএএম