নানিকে এসএসসি পাসের মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে জান্নাতুজ্জামান চঞ্চল (১৬) নামে এক শিক্ষার্থী। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয় সে।
সোমবার (১৩ মে) বিকেল ৪টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত চঞ্চল গাংনী উপজেলা চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে। তিনি সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
জানা যায়, ধলা গ্রামে নানিকে মিষ্টি উপহার দিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল চঞ্চল। ডিসি ইকো পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা চঞ্চলসহ অন্য যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় চঞ্চল।
নিহতের বাবা রাকিবুজ্জামান জানান, গতকাল ছেলে এসএসসি পাশের ফলাফল পেয়েছে। এ উপলক্ষে তার নানাবাড়ি ধলা গ্রামে মিষ্টি দিতে গিয়েছিল। আনন্দের সময়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।