সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সড়কে ঝরলো তিন প্রাণ

আপডেট : ১৪ মে ২০২৪, ০১:৩০

ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের ভূঞাপুরে গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার এসব দুর্ঘটনা ঘটে।

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মো. আশিক হোসেন (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোরে উপজেলার মাঝিবাড়ি গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মধুখালী ফায়ারসার্ভিস লিডার কামাল শেখ বলেন, আমরা মৃত অবস্থায় ট্রাক ড্রাইভারকে নিচে নামিয়ে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় নিশাত শিকদার (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবী নামক স্থানের রেলরাস্তার কাপুড়িয়া সদরদী রেলের আন্ডারপাস অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত আলাউদ্দিন স্থানীয় অর্জুনা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে সড়কের পাশ দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় গরুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়ে সড়কের উপর পড়ে যায়। অর্জুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. খাদেমুল ইসলাম জানান, তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এমএএম