সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৪, ০৩:১৫

চাঁপাইনবাবগঞ্জে গরুর পালে পাথরভর্তি ট্রাক উঠে গিয়ে এরফান আলী (৫৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের নিচুধুমি এলাকায় সোমবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছয়টি গরুও মারা গেছে।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে কয়েক শ গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন এরফান আলী। এ সময় সোনামসজিদ স্থলবন্দর  থেকে ছেড়ে আসা ট্রাক পেছন থেকে গরুর পালে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ছয়টি গরু। দুর্ঘটনায় গরুর পালের রাখাল এরফান আলীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, বিরামপুরে পিকআপের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহির উদ্দিন (৫০)। তিনি টাটকপুর (নয়াপাড়া) গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।  বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম