গাইবান্ধায় জমিতে ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলায় ফুল মিয়া ও সাঘাটা উপজেলায় শিপন মিয়া নামে দুই কৃষক মারা গেছেন। আজ বুধবার দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (গড়দিঘী) গ্রামে ও সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, আজ ফুলমিয়া বাড়ির পাশে জমিতে ধান কাটছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে হটাৎ বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই তিনি মারা যান।
অপরদিকে মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন জানান, বেলা ১টার দিকে বৃষ্টি শুরু হলে শিপন মিয়া জমি থেকে কাটা ধানের বোঝা (আটি) ঘাড়ে নিয়ে বাড়ির দিকে রওনা হন। এ সময় আকষ্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।