শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

অন্তঃসত্ত্বা হয়েও কান উৎসবে নজর কাড়লেন বাংলাদেশের প্রিয়তি

আপডেট : ১৬ মে ২০২৪, ১৮:০২

অন্তঃসত্ত্বা হয়েও ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে সবার নজর কেড়েছেন বাংলাদেশি মেয়ে ও সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তি। গতকাল বুধবার (১৫ মে) কানের লালগালিচায় হাটেন তিনি। 

এ প্রসঙ্গে প্রিয়তি গণমাধ্যমকে বলেন, ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যে বেশ কিছু ইভেন্ট অংশ নিতে হবে।’ 

কান উৎসবে লালগালিচায় মাকসুদা আখতার প্রিয়তি | ছবি: প্রিয়তির ফেসবুক পোস্ট থেকে

মা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।   

ইত্তেফাক/ডিডি