ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জিতেছেন এনগোলে কান্তে। এরপর ইনজুরির কারণে মিস করেন ২০২২ সালের কাতার বিশ্বকাপ। ক্লাব ক্যারিয়ারে ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন এই ফরাসি মিডফিল্ডার। তবে কান্তেকে নিয়েই আসন্ন ইউরো দল ঘোষণা ফ্রান্স।
বৃহস্পতিবার (১৬ মে) ইউরোকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স। এই দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক ফেরল্যান্ড মেন্ডি। তিনিও ফ্রান্সের হয়ে দুই বছর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এছাড়াও দলে আছেন কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কোলো মুয়ানিদের মতো নিয়মিত মুখ।
কান্তেকে দলে নেওয়ার ব্যাখা দিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, 'আমরা তাকে নিয়মিত অনুসরণ করেছি। নিয়মিত প্রচুর ম্যাচ খেলে সে তার সামর্থ্য ফিরে পেয়েছে। আমার কাছে তার জায়গাটা পরিষ্কার। তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার বিশ্বাস, তাকে পেয়ে ফ্রান্স ফুটবল দল আরও শক্তিশালী হয়ে উঠবে।'
ফ্রান্সের ইউরো দল
গোলরক্ষক: আলফনসো আরিওলা (ওয়েস্ট হ্যাম), মাইক মাইগনান (এসি মিলান), লোইস সাম্বা (আরসি লেন্স)।
ডিফেন্ডার: জুলেন কুন্দে, জোনাথন ক্লস, বেঞ্জামিন পাভার্ড , ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ , ফেরল্যান্ড মেন্ডি।
মিডফিল্ডার: এডওয়ার্ড কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, এনগোলো কান্তে, আদ্রিয়ান র্যাবিয়ট, জাইরি এমেরি, অরেলিন চুঁয়ামেনি, অ্যান্তোনিও গ্রিজম্যান।
ফরোয়ার্ড: উসমান ডেম্বেলে, অলিভার জিরু, কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম, কিংসলে কোম্যান, ব্রাডলি বারকোলা।