রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বাংলাদেশে আসছেন তুর্কি সুপারস্টার বুরাক ঔজচিভিত

আপডেট : ১৭ মে ২০২৪, ১৭:৩৪

বাংলাদেশে আসছেন তুর্কি সুপারস্টার অভিনেতা বুরাক ঔজচিভিত। দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ডিউরেবলস কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রূপান্তর যাত্রার অংশ হিসেবে বাংলাদেশের আসছেন এই তুর্কি সুপারস্টার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিঙ্গার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের কথা উল্লেখ করেছেন বুরাক ঔজচিভিত। তার পোস্টের পর ভক্তদের মধ্যে বিপুল প্রত্যাশা এবং কৌতূহল সৃষ্টি হয়েছে।

সিঙ্গার বাংলাদেশ বুরাক ঔজচিভিতের সঙ্গে একাধিক সম্পৃক্ততা এবং উদ্যোগ নিয়ে আসতে চলেছে। অংশীদারিত্বের অংশ হিসেবে, এই তুর্কি অভিনেতা সিঙ্গার বাংলাদেশের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফর করবেন।

 

আগামী ১৭ এবং ১৮ মে সিঙ্গার বাংলাদেশের উরাধুরা ফ্রাইডে ডিলের সময় singerbd.com থেকে যেকোনো পণ্য কেনার মাধ্যমে ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার অঙ্গে একান্ত সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন