ফেডারেশন কাপ ফুটবল ফাইনালে রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে মোহামেডান। সাদাকালো পতাকার এই দলটি ফেডারেশন কাপের ফাইনালে নিরপেক্ষ রেফারি চেয়ে বাফুফের কাছে চিঠি দিয়েছে। মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারা ফাইনাল ম্যাচের জন্য ভালো রেফারি চান।
দেশের ফুটবলে রেফারিং নিয়ে প্রচুর সমালোচনা হয়। এমনও হয়েছে খেলা শুরু হওয়ার আগে কোনো ক্লাব আপত্তি করল তাতেই রেফারি বদলে গেল। দেশের ঘরোয়া ফুটবলে এমনই অবস্থা হয়েছে এখন। রেফারিং নিয়ে বড় ক্লাবগুলো আগেও চিঠি দিয়েছে। কিন্তু এ নিয়ে কোনো সুন্দর উদ্যোগ দেখা যায় না। নানা গুঞ্জন ডালপালা মেলে। বড় দলের খেলোয়াড় হয়ে রেফারির সামনে প্রতিপক্ষের খেলোয়াড়কে গলায় ধরে ধাক্কা দেওয়া, প্রতিপক্ষের খেলোয়াড়দের উরুর ওপর বুটপায়ে পাড়া দিয়ে আঘাত করার ছবি সবাই দেখলেও বাফুফের অনেকের চোখে সেগুলো পড়েনি।
আর এসব নিয়ে আশঙ্কা মোহামেডানের। তারা মনে করছেন ২২ মে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে ভালো মানের রেফারি না থাকলে খেলার সৌন্দর্য নষ্ট হতে পারে। জানা গেছে মোহামেডান আপত্তি জানিয়ে ৫ জন রেফারির নামও দিয়েছে। বসুন্ধরা কিংস ফেড কাপ চ্যাম্পিয়ন হলে তারা ট্রেবল জয়ের গৌরব মাথায় তুলবে। অন্যদিকে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। বুঝাই যাচ্ছে কঠিন ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।