শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বিকালে শিল্পী সমিতির বৈঠক, হতে পারে নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

আপডেট : ২২ মে ২০২৪, ১৪:১৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল। শিল্পী সমিতির ভোটে হেরে মনোয়ার হোসেন ডিপজল-মিশা সওদাগরকে মালা দিয়ে বরণ করেও নিয়েছিলেন নিপুণ আক্তার। মালা বদলের ২৫ দিন পর মিশা-ডিপজল পরিষদ নিয়ে আদালতে রিট করেন নিপুণ।

শুনানি শেষে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন আদালত, সেই সাথে দেয়া হয় শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করার। এবার গুঞ্জন উঠেছে বাতিল হচ্ছে নিপুণের সদস্য পদ। 

আজ বুধবার (২২ মে) বিকাল ৩টায় এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে। বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে।

কেউ কেউ বলছেন, এদিন নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসবে! তবে ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এছাড়াও নিপুণের করা রিট এবং মিশা-ডিপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়ে এই নায়িকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবেন শিল্পীরা। 

 

ইত্তেফাক/পিএস