শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ঘূর্ণিঝড় রোমেল: মোংলায় প্রস্তুত ১০৩ আশ্রয়কেন্দ্র ও ১৩২০ জন স্বেচ্ছাসেবক

আপডেট : ২৬ মে ২০২৪, ১৪:৪৪

ঘূর্ণিঝড় রোমেলকে ঘিরে মোংলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার (২৫ মে) দুপুরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। 

এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, সম্ভাব্য ঝড়কে ঘিরে এখানে ১০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে প্রস্তুত রাখা হয়েছে ১৩২০ জন স্বেচ্ছাসেবক। এ ছাড়া মজুদ করা হয়েছে শুকনা খাবার ও ওষুধ। 

এদিকে এ দুর্যোগকে ঘিরে দুপুরে জরুরি বৈঠক করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে এখনও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ছাড়া নৌবাহিনী ও কোস্ট গার্ড উপকূলে মাইকিং করে সতর্ক বার্তা প্রচার করছে। পৃথক পৃথক কন্ট্রোল রুমও খোলা হয়েছে। 
 
তবে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর থেকে মোংলার উপকূলে আবহাওয়া দিনভর স্বাভাবিক আবহাওয়া ছিল। সন্ধ্যার পরপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লেও রোমেলের প্রভাবে নেই কোন বৃষ্টি-বাতাস। 

ইত্তেফাক/পিও